বাসা ভাড়ার নাম করে টাকা-স্বর্ণালঙ্কার চুরি, গ্রেফতার দুই নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩রা মার্চ ২০২০ ০২:০২ অপরাহ্ন
বাসা ভাড়ার নাম করে টাকা-স্বর্ণালঙ্কার চুরি, গ্রেফতার দুই নারী

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নাহিদা আক্তার (৩৫) ও মোসাঃ আনিকা (২২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে। যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, ২ মার্চ, ২০২০ দুপুর ১২.১০ টায় মাতুয়াইল মেন্দীবাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃত ওই দুই নারী মাতুয়াইলের মেন্দীবাড়ি এলাকার একটি বাড়ির ২য় তলার একটি বাসা ভাড়া নেয়ার জন্য যায়। তারা বাড়ির মালিককে কথায় ব্যস্ত রাখে, এই সুযোগে তাদের অন্যান্য সহযোগীরা বাসার ভেতরে প্রবেশ করে বাড়ির মালিকের আলমারি খুলে মোবাইল ফোন, গয়নার বাক্স ও জামা-কাপড় চুরি করার চেষ্টা করে। বিষয়টি বাড়ির মালিক দেখে ফেলে এবং ডাক চিৎকার করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি এ বিষয়ে আরো বলেন, গ্রেফতারকৃতরা অভিনব পন্থায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নতুন বাসা ভাড়া নেয়ার কথা বলে বাড়িওয়ালাকে কথাবার্তায় ব্যস্ত রাখে, এই ফাঁকে প্রতারক চক্রের অন্য সদস্যরা বাড়িওয়ালার ঘরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা ও গয়না চুরি করে নিয়ে যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব