করোনা প্রতিরোধে সরকার কঠোরভাবে সতর্ক: মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৩ই মার্চ ২০২০ ০৮:০৬ অপরাহ্ন
করোনা প্রতিরোধে সরকার কঠোরভাবে সতর্ক: মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনো প্রতিরোধে সরকার কঠোরভাবে সতর্ক অবস্থানে রয়েছে। যে কারণে বিশ্বের সকল দেশ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষ মারা গেলেও বাংলাদেশে এখনো করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি। শুধু করোনা ভাইরাস নয় দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষ সরকারকে সহযোগিতা করায় সব দুর্যোগ মোকাবেলা করছে। 

শুক্রবার দুপুরে সদর উপজেলা বাগবাটীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই। সকলকে মিলে করোনা ভাইরাস প্রতিরোধে মোকাবেলা করতে হবে। তিনি বলেন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। জঙ্গি-সন্ত্রাস মুক্ত হয়েছে ও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে ।
অনুষ্ঠানে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখবক্তব্য দেন। দিনব্যাপী এই ক্যাম্পে গাইনী, ডায়াবেটিস, দন্ত ও সাধারণসহ প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।