মানবতার বাজারে পহেলা বৈশাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই এপ্রিল ২০২০ ০৪:১৩ অপরাহ্ন
মানবতার বাজারে পহেলা বৈশাখ

করোনার প্রভাবে বরিশালে বন্ধ রয়েছে পহেলা বৈশাখের সবআয়োজন। তবে গরিবদের নিয়ে ভিন্নরুপে পহেলা বৈশাখ পালন করলো মানবতার বাজার। আয়োজন বন্ধ থাকলেও ঐতিহ্যের অংশ ইলিশ, মুড়ি, জিলেপি ত্রান হিসেবে বিতরণ করেছে।

বাসদের চালু করা মানবতার বাজারে আজ (১৪ এপ্রিল) অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাথে ইলিশ, মুড়ি, জিলেপি রেখেছে। রেশনকার্ডধারী মানুষ এসে তাদের পছন্দমত নিয়ে গেছেন। এই বাজারে ১৭টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রাখা হয়েছে কর্মহীন-নিম্নবিত্তের জন্য। যা বিনামূল্যে সংগ্রহ করতে পারে অসহায়রা।

ডাঃ মনীষা চক্রবর্তী বলেছেন, পহেলা বৈশাখে কারো মনে আনন্দ নেই। তারপরও এই দিনটিতে দুঃস্থ মানুষদের জন্য ইলিশ, মুড়ি আর জিলাপী এই তিন আইটেম যুক্ত করেছি। যেন করোনার প্রকোপে আমরা আমাদের সংস্কৃতি ভুলে না যাই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব