লকডাউন না মেনে ঢাকা থেকে সিলেটে যাত্রী নিয়ে ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে এপ্রিল ২০২০ ০৯:৫৪ পূর্বাহ্ন
লকডাউন না মেনে ঢাকা থেকে সিলেটে যাত্রী নিয়ে ট্রেন

লকডাউন না মেনে ঢাকার কমলাপুর থেকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রেন সিলেটে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে ট্রেনটি সিলেটে আসে বলে জানা যায়।জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্টেশন ম্যানেজারের কথায় অসংগতি রয়েছে। তিনি কখনও বলেন ট্রেনে কর্মরত পাঁচ জন এসেছেন আবার বলেন নিরাপত্তারক্ষীসহ ২৪-২৫ জন এসেছেন। কিন্তু তার দেওয়া তথ্যের বাইরেও লোকজন এসেছে বলে আমরা জানতে পেরেছি।

স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, ট্রেনের স্টাফদের বেতন দেওয়া হয়। একটি ইঞ্জিন ও দুইটি বগি নিয়ে একটি ট্রেন সিলেটে আসে। এতে কোনও যাত্রী ছিল না। শুধু ২০/২২ জন রেলের স্টাফ ছিল।এদিকে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান, ট্রেনটি অনুমতি নিয়ে আসেনি। ট্রেনে আসা ব্যক্তিদের তালিকা করে তাদের কোয়ারেন্টিনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ইনিউজ ৭১/ জি.হা