ওসি সাহাদাত ছিল হৃদয়ে লেখা প্রতিদিনের কবিতা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন
ওসি সাহাদাত ছিল হৃদয়ে লেখা প্রতিদিনের কবিতা

কবিতার প্রথম লেখা যায়,মানুষ সৃষ্টিকর্তার এক অমূল্য নিদর্শন, তাকে ঘিরে পৃথিবী সাজিয়েছে সৃষ্টিকর্তা। তারমধ্যে নদী-নালা পাহাড় সীমাহীন আকাশ আবার  মাটির বিস্তীর্ণ এলাকা আবাস ভূমি।এ মানব জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত করে।এ মানব জাতিকে আল্লাহ বলেছেন মানুষ অকৃতজ্ঞ। তার কর্মফল এর মাধ্যমে আবার লাভ করে প্রভুর নৈকট্য।একজন পুলিশ অফিসার সরাইল থানার মোঃসাহাদাত হোসেন টিটো কর্মচাঞ্চল্য এর মাধ্যমে মানুষের কবিতার প্রথম লাইন হয়েছিল হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসি,

একজন ভালো মানুষের সান্নিধ্যে আসা বা থাকা যে কত বড় আশীর্বাদ তা কেবল বোঝা যায় যখন ঠিক তার উল্টো বৈশিষ্টের মানুষের সান্নিধ্য পাওয়া যায়। ভালোর উল্টো বৈশিষ্ট্য বলতে খারাপই বোঝায়। কিন্তু আমি খারাপ কথাটা ব্যবহার করতে চাই না। কারণ ভালো বা খারাপ বিষয়টি আপেক্ষিক।আমার কাছে যে ভালো, সে আরেক জনের কাছে ভালো নাও হতে পারে, আবার আমি যাকে খারাপ ভাবি, সে হয়তো আরেকজনের কাছে দেবতুল্য।

তাই  আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কতটুকু ভালো হয়ে থাকতে পারি,মানুষের দুর্বলতার সময় আঘাত না করে, অসহায় সমাজের পাশে লোকটি দাঁড়িয়ে ছিল আমাদের পাশে। মিথ্যে বলছি কি না সত্যি একবার ভেবেছি কি? একসময় আমাদের ভাবা উচিত সাগর, আকাশ,মাঠি গ্যাঁড়া অন্ধকার কবর চতুর্দিক থেকে যেন মালিকুল মত তারা করছে।জীবনের প্রতি ক্ষেত্রে আমরা সবাই ভালো কিছু চাই।

চাই আমাদের সাথে ভালো কিছু ঘটুক। চাই সুখী হতে, মন ভাল রাখতে, সাফল্য লাভ করতে। আমরা সবাই দেশের ভাল চাই, চাই দেশ উন্নতির শিখরে পৌঁছে যাক। এই “ভালো” শব্দটা আমাদের জীবনের সাথে, আমাদের বেঁচে থাকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রত্যাহার সরাইল থানার ওসি ছিল, দাঙ্গা, মাদক, জুয়া বাল্যবিয়েসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রতিবাদী সোচ্চার ন্যায়ের পক্ষে অন্যায় দমনে কুড়িয়ে ছিলেন সরাইলের মানুষের ভালোবাসা। তাই আজ অনেকে আক্ষেপ করে বলে ওসি আসবে ওসি যাবে, এমন ওসি কি আর পাব আমরা। কবিতার শেষ লাইনে এমন করে লেখা হয় ওসি স্যার 'চলে গেলেও ' হৃদয়ে লেখা থাকবে আমরা তোমার তুমি আমরার।

ইনিউজ ৭১/ জি.হা