চিকিৎসা না পেয়ে বৃদ্ধার মৃত্যু,হাসপাতাল ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে এপ্রিল ২০২০ ০১:২৬ পূর্বাহ্ন
চিকিৎসা না পেয়ে বৃদ্ধার মৃত্যু,হাসপাতাল ভাংচুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী নতুন বাজার এলাকায় চিকিৎসা না পেয়ে খাইরুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ স্বজনরা আলিফ মেডিকেল নামের হাসপাতালটিতে ভাংচুর করে। ঘটনাটি বুধবার বিকেলের।

স্বজনরা জানান, খাইরুন্নেছা আদমজী আইলপাড়ার মৃত আব্দুল খালেকের স্ত্রী। বুধবার শ্বাসকষ্টে ভুগতে থাকা খাইরুন্নেছাকে আলিফ মেডিকেলে নেয়া হয়। তাকে কোন ধরনের সেবা না দিয়েই ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ি নেয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে বিকেলে হাসপাতালে জড়ো হন বৃদ্ধার স্বজনরা। তাদের সাথে তর্ক হয় হাসপাতাল স্টাফদের। তখন ভাংচুর করা হয় হাসপাতালে।

মোহাম্মদ আলী নামের একজন অভিযোগ করেন, হাসপাতালটিতে ভুল চিকিৎসায় তার এক সন্তান মারা গেছে। গতবছর এলাকার এক গৃহবধূ জাহানারা মারা যান অবহেলায়। 

ঘটনার ব্যাপারে হাসপাতালের মালিক জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগ সত্য নয়। রোগীর শারীরিক অবস্থা বুঝে বাইরে থেকে ডাক্তার এনেও চিকিৎসা দেয়া হয়। বুধবার আমাদের কাছে যে রোগী এসেছিল তার উপসর্গ দেখে আমরা সেবা দিতে পারিনি।’

স্থানীয় কাউন্সিলর ও নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, ’বিষয়টি আমি শুনেছি, তবে রোগীকে সেবা না দিয়ে বাড়ি পাঠানো ছিল ভুল। এটা অন্যায় হয়েছে।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন,‘শুধু আলিফ মেডিকেল নয়, যারা সেবার নামে টাকা কামাইয়ে ব্যস্ত থাকবে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’