গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর বাজার এলাকায় এক ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে। শনিবার বিকালে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজেষ্ট্রেট আদনান চৌধরীর নেতৃত্বে ওই বাড়িটি লাল নিশান দিয়ে লক ডাউন করা হয়েছে।কালিয়াকৈর নিবার্হী ম্যাজেষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো.আদনান চৌধুরী জানান, ওই দিন দুপুরে কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজারে ৯নং ওয়ার্ডেও মেরাজ ভিলার মালিক রাজু আহম্মেদ করোনা সনাক্ত হয়।
খবর পেয়ে শনিবার (৯ মে ২০২০ইং) কালিয়াকৈর নিবার্হী ম্যাজেষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো. আদনান চৌধুরীর নেতৃত্বে ওই মেরাজ ভিলাটি লাল নিশান দিয়ে লকডাউন করা হয়েছে।উপজেলায় এ নিয়ে করোনায় ৩৫জন রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে ৯জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।