মুক্তিযোদ্ধার সম্মানী ভাতায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১২ই মে ২০২০ ০৮:০৯ অপরাহ্ন
মুক্তিযোদ্ধার সম্মানী ভাতায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরশহরের বিলাসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ তার সম্মানী ভাতায় এলাকার দুস্থ কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে তার নিজ বাড়ীতে পৌরসভার ১ নং ওয়ার্ডের ৫০ জন দুস্থ কর্মহীনদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। তিনি প্রতিজনকে ২‘শত টাকা করে ত্রাণ হিসাবে এ নগদ টাকা  প্রদান করেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর সভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি বঙ্কিম সরকার, সমাজসেবক সুরুজ্জামান, খলিলুর রহমান তোতা মিয়া, মো. আবু তালেব, মো. মোতালেব প্রমূখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব