নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের শিশু রিফাত হোসেন এবছর সব রোজা রাখছে।সে এবার স্থানীয় একটি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। রিফাতকে জন্ম দিয়েই তার মা মারা যায়। ওর বয়স এখন এগার বছর।
ও এবছর ও সব রোজা রাখা শুরু করেছে। রিফাত ছোট থেকে পাচটি,সাতটি করে রোজা রাখত। এবছর যখন ও সব রোজা রাখার নিয়ত করে রোজা রাখা শুরু করে তার ২৪তম রোজা সম্পন্ন হয়। ওই দিন সে ইফাতার করে তারাবিহ নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ২৫তম রোজা রাখার জন্য রাতে সেহরী খেতে ওঠে ব্যাকুল হয়ে পড়ে। তখন অসুস্থতার কারনে তার বাবা তাকে রোজা রাখতে দেয়নি। এজন্য তার মাত্র একটি রোজা বাদ যায়। ওই একটি রোজা বাদে ২২ মে(শুক্রবার) এ পর্যন্ত শিশু রিফাতের ২৮তম রোজা রাখা চলছে। এই ছোট বয়সে তার সিয়াম সাধনার প্রতি অধিক আগ্রহে খুশী তার পরিবার সহ আত্মীয় পরিজন। শিশু রিফাত রোজা রাখার পাশাপাশি পড়ছে তারাবীহ নামাজও।
রিফাত বলে, রোজা রাখতে তার খুবই ভাল লাগছে। তবে মাজে মধ্য বিকেলের দিকে একটু আধটু পেটে ব্যাথা সাথে শরীর খুবই দুর্বল লাগে। তবে তাতে তার কোন কষ্ট হয়না। রিফাত আরো বলে রোজা রাখতে গিয়ে মাজে মধ্য অসুস্থ হওয়ায় তার বাবা তাকে রোজা রাখতে নিষেধ করছিল। তাতেও সে রোজা রাখা বন্ধ করেনি। রিফাত বলে তবে এখন রোজা রাখায় তার বাবা,দাদি সহ পরিবারের সবাই খুশী। শিশু রিফাত বলছে রোজা রেখে ইফতার করা তার কাছে দারুন উপভোগ্য। এজন্য তাকে সবাই খুবই ভাল ভাসছে। রিফাত বলছে আল্লাহর নাম নিয়ে সে ত্রিশ রোজাই সম্পন্ন করবে। এজন্য রিফাত সবার দোয়া চাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।