চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যখন মুখ থুবড়ে পড়েছে পুরো বিশ্ব তখন বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। দেশেজুড়ে সরকার ব্যক্তিগত ও সমাজের সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষার জন্য জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছে।ব্যক্তিগত ও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ ১১ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) কর্মরত গাড়ি চালকদের মধ্যে পারসোনাল প্রোটেকশন ইকুয়েপমেন্ট(পিপিই) প্রদান করা হয়।
অত্র বিশ্ববিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বশেমুরবিপ্রবির গাড়ি চালকদের হাতে পিপিই তুলে দেন। উক্ত সরঞ্জামাদি দেয়ার সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা, সেকশন অফিসার মাহবুবুর রহমান সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।