বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।মঙ্গলবার (১৬জুন) বিকালে বিজিবির এক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজু আমতলী ৩৪ বিজিবির আওতাধীন শালবাগান এলাকায় টহলদলের উপস্থিতি টের পেয়ে কাপড় মোড়ানো তিনটি প্যাকেট ফেলে পাচারকারীরা দৌড়ে পালিয়ে গেলে, কাপড় মোড়ানো প্যাকেট খুলে ১২০০০০ ইয়াবা পাওয়া যায়।কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।