গোপালপুরের হেমনগরে আওয়ামীলীগ নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে জুন ২০২০ ১০:৫০ অপরাহ্ন
গোপালপুরের হেমনগরে আওয়ামীলীগ নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে, হেমনগরের কৃতিসন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।

হেমনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষ থেকে, রবিবার বিভিন্ন ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল পৌঁছে দেন, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হেমনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আহসান আল-ইমরান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান আহাম্মেদ ইমন, নিয়ামুল আল-নিলয়, হাফিজুর রহমান জীবন, ছাব্বির আহমেদ স্বপন প্রমুখ।