বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের নিয়ে নবগঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এর উদ্যোগে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা কাজী নাসির উদ্দিন বাবুল।
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্পাদক পরিষদ এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।প্রধান অতিথির বক্তৃতায় সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সম্পাদক পরিষদ এবং নিউজ এডিটরস্ কাউন্সিল একে অপরের পরিপূরক। তিনি বলেন, ‘বরিশালে দু-চারজন লোক আছে, যারা বরিশাল মিডিয়াকে বিতর্কিত করছে। কিন্তু এদের স্থায়ীত্ব বেশী দিন হবে না। নিমিষেই তারা হারিয়ে যাবে।
বার্তা সম্পাদকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা অপসাংবাদিকতাকে প্রশ্রয় দিবেন না। অপসাংবাদিতা রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদক পরিষদ, বরিশাল এর সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া,
সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, কাউন্সিলের সহ-সভাপতি এম.কে রানা ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ।এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান। আলোচনা সভা শেষে নবগঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।