উখিয়ায় মিনিট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই নভেম্বর ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ন
উখিয়ায় মিনিট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় প্রতেক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

লোকমান হাকিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্বজন হারা পরিবারে চলছে শোকের মাতম। নিহত লোকমান হাকিম উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের ফুফাতো ভাই বলে জানা গেছে।উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।