আত্রাইয়ে নতুন করে করোনা আক্রান্ত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই নভেম্বর ২০২০ ০৪:৪৯ অপরাহ্ন
আত্রাইয়ে নতুন করে করোনা আক্রান্ত ১

নওগাঁর আত্রাইয়ে নতুন করে এক জন মহিলার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ত পাওয়া গেছে। নতুন আক্রান্ত মহিলা উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে তাছলিমা বানু(২২)। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।জানাযায়, গত ৭ নভেম্বর আক্রান্ত জ্বর-গলাব্যাথা এবং টাইফয়েড নিয়ে আত্রাই হাসপাতালে ভর্তি হয়। শারীরিক অসুস্থতা বেড়েগেলে গত ৯ নভেম্বর তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠান।

শুক্রবার রাতে পাঠানো নমুনার রিপোটে তার পজেটিভ আসে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার ডা.রোকসানা হ্যাপি বলেন, আক্রান্ত তাছলিমাকে হাসপাতালের আইসোলেসন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে শারীরিকভাবে আগের চেয়ে ভালো  আছে। আশাকরি নির্দিষ্ট সময় অতিবাহিত হলে সম্পন্নভাবে সুস্থ্য হয়ে উঠবে।




-