সরাইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২৩শে নভেম্বর ২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
সরাইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নে'র বিকাল বাজার ও অন্নদার মোড় এলাকায় মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে জরিমানা করা হয়েছে।সরাইলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ( ২৩ নভেম্বর ) সোমবার দুপুর একটার দিকে  উপজেলা সদর ইউনিয়নে'র বিকাল বাজার ও অন্নদা মোড় নামক স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্তও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

এসময় সামাজিক দূরত্ব না মানা ও মাক্স ব্যবহার না করায় পৃথক ৬টি মামলায় ২৮৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করা হয়। সরাইল থানা আইন শৃঙ্খলা  বাহিনী উপস্থিত ছিলেন।