বিরামপুরের ৭ ইউপি নির্বাচনে ৩ টি নৌকা ও ৪ টি স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ১১:২৫ পূর্বাহ্ন
বিরামপুরের ৭ ইউপি নির্বাচনে ৩ টি নৌকা ও ৪ টি স্বতন্ত্র প্রার্থীর জয়

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং চারটিতে (স্বতন্ত্র) প্রার্থী  বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাতে বিরামপুর উপজেলা নির্বাচন  কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মেরাজ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।


তিনি বলেন, বিরামপুর উপজেলায় ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং মুকুন্দপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ আনারস প্রতীক (স্বতন্ত্র) ৫ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী সাইফুল ইসলাম ঘোড়া মার্কা পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট।২নং কাটলা ইউনিয়নে আওয়ামিলীগ মনোনীত ইউনুস আলী নৌকা প্রতীক নিয়ে সাত হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আতাউর রহমান চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৯৪ ভোট পেয়েছেন।


৩নং খানপুর ইউনিয়নে আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চিত্তরঞ্জন ৫ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর রহমান ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ৪   হাজার ৩৪০ ভোট পেয়েছেন।৪নং দিওড় ইউনিয়নে আব্দুল মালেক মন্ডল (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে ৫  হাজার ৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন  ৪ হাজার ৬৫৬।


৫নং বিনাইল ইউনিয়নের হুমায়ুন কবির বাদশা (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন।


৬নং জোতবানী ইউনিয়নে আব্দুর রাজ্জাক(স্বতন্ত্র) ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ৮ হাজার ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৭হাজার ৯৯৬।পলিপ্রয়াগপুর ইউনিয়নে আওয়ামিলীগ  নৌকা প্রতীক নিয়ে রহমত আলী ৪ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকট তম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন৪ হাজার ১০১।


সকাল থেকে শান্তির্পর্ণ ভাবে ভোট গ্রহন হয়েছে। ৭টি ইউনিয়নে ২২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য (পুরুষ) ২১৫ জন এবং সংরক্ষীত নারী আসনে ৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫২২ জন। পুরুষ ভোটার রয়েছেন ৫২ হাজার ৫০৯ জন আর নারী ভোটার রয়েছেন ৫২ হাজার ১৭জন।এর মধ্যে ৭৫% ভোট গ্রহন হয়েছে।