সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক,সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আলজুবাইলে হোটেল মালাবরে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া। প্রধান বক্তা ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক সোহেল আরমান।
বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ শিকদার, ছাতির আলী তালুকদার, ইকবাল হোসাইন তালুকদার, সিরাজুল ইসলাম বাহাদুর, জসিম উদ্দিন শামিম, শাজাহান সোহাগ,মাসুক মিয়া,শেখ আব্দুল মান্নান, শোয়াইব বিন আহমেদ সোহেল, সোহেল খান ও আবুল খায়ের। বক্তারা বলেন, আল জুবাইলের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম সামনের নেতৃত্বে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদ প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও কাজ করে যাবে।
এসময় হেলাল উদ্দিন ভুইয়া, সাইদুল ইসলাম এলাহী, অহিদুল ইসলাম সাগর, রাসেল আহমেদ ভুইয়া সহ শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের বহু সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সংঘটনের সফল সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামন কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয়। পরে রাতের খাবার ও হেলাল উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।