নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই। দলের সব নেতাকর্মী আমার সঙ্গে কাজ করছে। আমি বিজয়ী হলে নারায়ণগঞ্জবাসীকে মডেল সিটি উপহার দেব। অসমাপ্ত কাজ শেষ করব।
নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে আরটিভিতে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে তার কিছুক্ষণ পর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তকে ইঙ্গিত করে আরটিভিকে বলেন, এসি রুমে বসে নির্দেশ দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। নারায়াণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।