কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই জানুয়ারী ২০২২ ০৫:৫৭ অপরাহ্ন
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন নাজমুল হাসান

মামলার রহস্য উদঘাটনে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন দেবীদ্বার থানায় কর্মরত নাজমুল হাসান।


কুইক রেসপন্স টিমের মাধ্যমে আলোচিত ফাহিমা হত্যা মামলার রহস্য উদঘাটনে এসআই নাজমুল হাসানকে মামলার আয়ু করে দায়িত্ব দেয়ার পর, অল্প সময়ের মধ্যেই ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার পূর্বক জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করায় ওই সম্মাননা পেয়েছেন তিনি।


কুমিল্লা পুলিশ লাইন্সে বুধবার সকালে জেলার কৃতিত্ব অর্জনকারী অফিসারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।


অপরাধ দমন, মাদক নির্মূল ও মামলা তদন্তে  বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ'র হাত থেকে এই সম্মাননা গ্রহন করেন তিনি।


এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, পুরস্কার অর্জন প্রতিটি মানুষের কাছে একটি আনন্দের বিষয়। আমার কাজের ফলাফল স্বরূপ জেলা পুলিশ সুপার মহোদয়ের হাত থেকে সম্মাননা গ্রহন করা, আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সম্মাননা আগামী দিনে আমার কর্মতৎপরতা আরো বাড়িয়ে দিবে বলে আমি মনে করছি। সেই সাথে ধন্যবাদ জানাই, যার সহযোগিতায় আমার এই অর্জন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান স্যার'র প্রতি, যিনি সার্বক্ষণিক কর্মক্ষেত্রে আমাকে দিক নির্দেশনা প্রদান করে থাকেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি।


দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান বলেন, আলোচিত ফাহিমা হত্যাকান্ডে কুইক রেসপন্স টিমের মাধ্যমে এসআই নাজমুল হাসানকে মামলার আয়ু করে দায়িত্ব দেয়া হয় এবং অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার পূর্বক জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করায়, মাননীয় পুলিশ সুপার মহোদয় এসআই নাজমুল হাসানকে সম্মাননা প্রদান করেন।