বরিশাল জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য ও কাঠমিস্ত্রী দীপু হালদার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে রোববার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসদের জেলা শাখার দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বাসদ নেতা কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংগঠক ও জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড দীপু হালদার ২৭ জানুয়ারি নগরীর কাশিপুরের ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। তার নিজ এলাকায় হত্যাকা-ের শিকার হওয়ায় বরিশালবাসীকে উদ্বিগ্ন। তাই এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।