হাটখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে মার্চ ২০২২ ০৬:২৪ অপরাহ্ন
হাটখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হাটখলা এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ ফরিদ আহমেদ মিন্টুর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্যোক্তা ও সাবেক ছাত্র নেতা শাহ ফয়সাল আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এর পূত্র তরুন আইটি বিশেষজ্ঞ ওয়াসিক হোসেন অয়ন। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ খোকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক  ফেরদৌস আলম, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনুয়ারুল ইসলাম প্রমুখ।


পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।