বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ফেব্রুয়ারি পর্যন্ত সেতুর পূর্ব পাশে প্রকল্পের কাজ ৩৮.৭৩ ভাগ এবং পশ্চিম পাশে ২৩.১৫ ভাগ কাজ শেষ হয়েছে। সেতুর ৫০টি পিয়ারের মধ্যে পূর্ব পাশে ২৩টি ও পশ্চিম পাশে ৭টি পিয়ারের কাজ চলছে। আর ৩৭টি স্প্যানের মধ্যে ৩৬টি নির্মান করা হবে ভিয়েতনাম ও মায়ানমারে। বাকি ১টি নির্মান করা হবে দেশে। নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন অফিসের ভিআইপি কক্ষে অনুষ্ঠিত টিএমএসএল কনসাল্টিং লি. এন্ড টি এইচ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কন্সালট্যান্ট জেভি, ঢাকা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মান (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষ সমীক্ষা কাজে স্থানীয় কর্মশালায় এসব তথ্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মান প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান যাবির।
প্রধান অতিথি হিসেবে জুমে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষ ও মূল্যায়ন বিভাগের পরিবহন সেক্টর-২ এর মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ জহির রায়হান। উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষ ও মূল্যায়ন বিভাগের পরিবহন সেক্টর-২ এর উপ পরিচালক (উপসচিব) মোঃ সিদ্দিকুর রহমান, টিএমএসএল কনসাল্টিং লিমিটেডের টীম লিডার ইমরুল হাসান, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।