ভূঞাপুরে 'রমজান ফুড প্যাক' উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ১৭ই এপ্রিল ২০২২ ০২:৪৪ অপরাহ্ন
ভূঞাপুরে 'রমজান ফুড প্যাক' উপহার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় অর্ধশতাধিক গরীব-দুঃখী পরিবার ও বিধবা নারীদের মাঝে 'রমজান ফুড প্যাক' উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- সয়াবিন তেল, আলু, ছোলা, সেমাই, গুড়ো দুধ প্যাকেট, পেঁয়াজ ও লবণ।


রবিবার (১৭ এপ্রিল) দুপুরে আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির উদ্যোগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় সাংবাদিক ফরমান শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের খবর প্রতিনিধি ও শিক্ষক আব্দুল লতিফ তালুকদার প্রমুখ। এ ছাড়া স্থানীয় লোকজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, 'রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় রমজান ফুড প্যাক উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। সংগঠনটি গরীব-দুঃখীদের সেবায় কাজ করে যাচ্ছে।