বরিশালে থ্রি হুইলার শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ১৩ই জুন ২০২২ ০৭:৪৫ অপরাহ্ন
বরিশালে থ্রি হুইলার শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার হিরন পয়েন্টে অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে বাস মালিক সমিতির বিরুদ্ধে চলাচল করা থ্রি-হুইলার (মাহিন্দ্র) থামিয়ে চালকদের হয়রানি-নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২ টায় বাস মালিকদের এই হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে থ্রি হুইলার শ্রমিকরা। এসময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শ্রমিকরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে। এতে  ঐ সড়ক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় থ্রি হুইলার শ্রমিকরা। 



এসময় আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানাতে সেখানে উপস্থিত হন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। ডাঃ মনীষা চক্রবর্তী জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্টের নামে দীর্ঘদিন ধরে  বাস মালিক সমিতির লোকজন অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচল করা থ্রি-হুইলার (মাহিন্দ্র) থামিয়ে চালকদের  হয়রানি-নির্যাতন  করে আসছে। শ্রমিকদের উপর  হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  থ্রি হুইলার শ্রমিকরা। তিনি বলেন, বাস মালিক সমিতির ঐ অবৈধ স্ট্যান্ড প্রত্যাহারসহ মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানান।


এদিকে থ্রি হুইলার শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে বিএমপির বন্দর থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ মেহেদী ও ওসি মোঃ আসাদুজ্জামান অবরোধস্থলে উপস্থিত হন। পরে থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তাঁরা। পুলিশের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 


বন্দর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে  শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।