রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতারসহ একটি স্বর্নের চেইন জব্দ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গত সোমবার (১৩ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গেফতারকৃতরা হলো, লুন্ঠিত একটি স্বর্ণের চেইন সহ এজাহারনামীয় আসামী দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার মো. ইসলাম এর ছেলে মোঃ জীবন মিয়া (২৮) এর বিরুদ্ধে পূর্বের ৪ টি মামলা রয়েছে। এছাড়াও পরোয়ানা ভুক্ত আসামী উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া এলাকার মৃত খবির মৃধার ছেলে মোঃ আলিম মৃধা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স দৌলতদিয়া ও গোয়ালন্দে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের মঙ্গলবারে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।