কুমিল্লা জেলা ক্ষেতমজুর সমিতির কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শনিবার ২৮শে মে ২০২২ ০৭:৪৪ অপরাহ্ন
কুমিল্লা জেলা ক্ষেতমজুর সমিতির কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় ডা. ফজলুর রহমান দাবী করে বলেন, আগামী বাজেটে গ্রামীণ মজুরদের মজুরি বৃদ্ধি, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, ন্যায্য মুল্যের দোকান চালু,  বয়স্কদের জন্য পেনশনভাতা চালুসহ বরাদ্ধ বৃদ্ধি করতে হবে।


শনিবার দুপুরে চান্দিনা ‘কমরেড সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্রে’ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলার কর্মী সভায় তিনি ওই বক্তব্য তুলে ধরেন।


বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর খলিলুর রহমান বাংগালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি ডা. ফজলুর রহমান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর, কেন্দ্রীয় সদস্য সুফিয়া বেগম।


শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড এড. অশোক দেব জয়। সভায় বিভিন্ন উপজেলার নেতা- কর্মীরা অংশগ্রহণ করেন ।