বরিশালের হিজলা উপজেলার সেসিপ মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাবারের দোকানের মালিক আনোয়ার দেওয়ান(৪০)কে মারধরের অভিযোগ উঠেছে উক্ত এলাকার জালাল চৌকিদার এবং তার দুই ভাতিজা গনি চৌকিদার ও সাকিল চৌকিদারের বিরুদ্ধে। মারধরের কারণে আহত হয়ে ব্যাবসায়ী আনোয়ার হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেমানিয়া ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের ৫নং ওয়ার্ডের মালেক দেওয়ানের সন্তান তিনি।
আহত ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো ২৭ জুন সোমবার খুব সকালে তার বাড়ি থেকে দোকানের উদ্দশ্যে বের হন। দোকানে আসার পথে জালাল চৌকিদারের বাড়ির সামনে এলে জালাল চৌকিদার এবং তার ভাই হযরত আলী চৌকিদারের দুই ছেলে গনি চৌকিদার ও সাকিল চৌকিদার তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে, এতে তাদের হাতে থাকা কাঠের আঘাত মাথায় লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে।
তিনি আরো জানান, এই ঘটনার তিন দিন আগে সন্ধ্যায় তার নিজ দোকানে বসে গনি চৌকিদারের সাথে তার তর্কবিতর্ক হয়েছিল। সেই জেরে তারা একজোট হয়ে তাকে মারধর করেছে। তার পরিবারের অন্যান্য সদস্যরা জানান, মারধরের ঘটনায় হিজলা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।