পাঁচবিবিতে আদিবাসীদের কারাম পূজা

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: বুধবার ৭ই সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৮ অপরাহ্ন
পাঁচবিবিতে আদিবাসীদের কারাম পূজা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পূজার উৎসব হয়। বাংলা সনের ভাদ্রমাসের ৫’শত একাদ্বশী তিথিতে আদিবাসী পল্লীগুলোতে কারাম পূজার উৎসব অনুষ্ঠিত হয়। কারাম গাছের ডাল-কান্ড দিয়ে মন্দির নির্মাণ করে নারী-পুরুষরা ৫’দিনব্যাপী উপস শেষে মন্ত্রপাঠ নাচ-গানের মধ্যদিয়ে তাদের ধর্মীয় উৎসব কারাম পূজার উৎসব পালন করে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার কাঁশপুর এলাকার আদিবাসীরা কারাম পূজার উৎসব পালন করে। পূজায় এলাকার নারী-পুরুষরা অংশগ্রহন করেন এবং তারা আনন্দে মেতে উঠেন।


সরেজমিনে দেখা যায়, দিনরাত প্রখর রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠেঘাটে খেটে খাওয়া কালো রংয়ের সোনার মানুষগুলোর মধ্যে কারাম পূজার উৎসবকে ঘিরে আনন্দের আমেজ বৈছে। দলবেঁধে ছোটবড় আদিবাসী নারী-পুরুষ মন্দিরের চারপাশে ঢাকঢোল বাদ্যযন্ত্রর শব্দের তালে তালে নাচ-গান করছেন। 


কাঁশপুর কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্র মাহাতো বলেন, করোনার জন্য ২’বছর আমরা পূজা করতে পারি নাই। দীর্ঘদিন পর কারাম পূজা অনুষ্ঠিত হওয়ায় সবাই এবছর বেশী বেশী আনন্দ উৎসব করছেন। সম্পাদক শ্রীনাথ চন্দ্র মাহাতো বলেন, পুজার অনুষ্ঠানে যাতে কোন অঘটন না ঘটে এজন্য সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত আনসার ও থানা পুলিশের ব্যবস্থা করা হয়।


পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব কারাম পূজার উৎসব পরিদর্শণ শেষে তিনি আদিবাসী নেতাদের উদ্যেশে বলেন, সামনের বছর এ উপজেলায় বসবাস করা সকল আদিবাসীদের অংশগ্রহনে এবং সকলের সহযোগিতায় কারাম পূজার আয়োজন পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত করার সার্বিক চেষ্টা ও সহযোগিতা করবেন পাঁচবিবি থানা পুলিশ ।