লালপুরে ভেজাল গুড় কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১১ই সেপ্টেম্বর ২০২২ ০৭:০১ অপরাহ্ন
লালপুরে ভেজাল গুড় কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি অপরাধে হাসান আলী নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামানন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জরিমানা করেন নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।


এসময় তিনি জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় উপজেলার রামানন্দপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান আলীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই অভিযান আগামীতেও অব্যহত থাকবে।