হিজলায় ইলিশ অভিযানে জেলেদের হামলায় আহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই অক্টোবর ২০২২ ০৪:২৯ অপরাহ্ন
হিজলায় ইলিশ অভিযানে জেলেদের হামলায় আহত ৫ জন

বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে অভিযান পরিচালনাকারীদের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। হামলায় পুলিশ সহ পাঁচজন আহত হয়েছেন। উক্ত ঘটনায় নয়জন জেলেকে আটক করা হয়েছে।


জানা গিয়েছে, ১৩ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫ টার  দিকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খালিশপুর  এলাকার মেঘনা নদীতে  ইলিশ নিধন বন্ধের অভিযান চালাতে গিয়ে জেলেদের প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারী দলটি। 


এসময় জেলেদের হামলায় আহত হয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ। তার সাথে আহত হয়েছেন হিজলা থানা পুলিশের দুই সদস্য এস আই মোঃ ফরিদ উদ্দিন, কনস্টেবল মাহফুজ, মৎস্য অফিসের স্টাফ রাকিব, নদী পাহারিদার বারেক মোল্লা। আহত সবাই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক  চিকিৎসা নিয়েছেন। 


ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারক হাওলাদার প্রতিবেদককে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে মৎস্য অফিসারের কাছ থেকে হামলার ঘটনার বিষয়টি ভালো ভাবে জানার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।এদিকে হামলায় জড়িত আটক নয় জেলের বিরুদ্ধে হিজলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।