গোমতী নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে গোমতী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ও উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আজ (১৪ অক্টোবর) জুম্মার নামাজের পর থেকেই বুড়িচং উপজেলার মালাপাড়া এলাকায় গোমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহটি দেবীদ্বার জাফরগঞ্জ খেয়াঘাটে এসে ঠেকে। আমরা সন্ধ্যায় খবর পেয়ে উপজেলার জাফরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করি। যুবকের মরদেহটি অনুমান ২/৩দিন নদীতে ভাসমান ছিল বলে ধারনা করা হচ্ছে।
ওসি কমল কৃষ্ণ ধর আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পিবিআই এর লোকজন ও সিআইডি’র লোকজন এসেছেন। ওনারা আসার পরই লাশের ছোরতহাল তৈরী পূর্বক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য রাত পৌনে ৮টায় পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।