বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাঁচা মরার লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই জয়ে মূল পর্বে লঙ্কানদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ডাচদের বিপক্ষে ১৬ রানের জয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের মূল পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপ ‘১’-এ জায়গা করে নিয়েছে লঙ্কানরা।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে মূল পর্বের অন্য দলের ভাগ্য নিশ্চিত হবে। এই মুহূর্তে নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে। নামিবিয়া আজ (২০ অক্টোবর) জিতলে তাদেরও সমান ৪ পয়েন্ট হবে। সেক্ষেত্রে দুই দলের মধ্যে যাদের রানরেট বেশি থাকবে তারাই জায়গা করে নেবে মূল পর্বে বাংলাদেশের গ্রুপে।
গিলংয়ে সাইমন্ডস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ৭৯ রানে ভর করে ৬ উইকেটে ১৬২ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে পারে ডাচ শিবির।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।