কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২২শে ডিসেম্বর ২০২২ ০৬:০৮ অপরাহ্ন
কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা অধিদপ্তর, মহিলা পরিষদ ও ব্র্যাকের যৌথ আয়োজনের  সমন্বয় সভার সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান। 


বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, 


ব্র্যাক কর্মকর্তা মিঠুন দত্ত, জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য আকলিমা বেগম, রেজিস্টার কাজী আব্দুল্লাহ, মহিলা পরিষদের সংগঠক শিউলি কর্মকার, স্কুল ছাত্রী টুম্পা মন্ডল সহ আরো অনেকে।