“দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এছাড়াও স্থলবন্দর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সোমবার (১ মে) সকালে হিলি স্থলবন্দর এর চারমাথা মোড়ে দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থলবন্দর এলাকার কুলি শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, ট্রাক ট্যান্কলরী শ্রমিক (২৪৫) হিলি- বগুড়া-দিনাজপুর (১১৬৭) বাস মালিক সমিতি, স্থলবন্দর ট্রাক ড্রাইভার সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
র্যালি শেষ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোর্শেদ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হাই রানা, পৌর শ্রমিক লীগের সভাপতি হামিদুল ইসলাম, ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, হিলি-বগুড়া বাস মালিক সমিতির সড়ক বিষয়ক সম্পাদক রকি মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।