ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে একটি বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. নাঈমুর রহমান নাইমসহ আরো অনেক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে শহীদ রাকিব হোসেনের মা শিল্পী বেগম এবং শহীদ সুজনের স্ত্রী জান্নাতকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রেজাউল করিম উপহার সামগ্রী প্রদান করেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি এই সহানুভূতির পাশাপাশি, তাদের সহায়তার জন্য বিভিন্ন সহকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তারা অনুপ্রাণিত করেন।
এরপর শহীদদের স্মরণে এক প্রার্থনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা, স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তাগণ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্ব এবং ছাত্র-জনতার প্রতি অবিচারের বিরুদ্ধে শহীদদের আত্মত্যাগের চেতনাকে জাগিয়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের ফলে আমাদের সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানটি শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতির প্রতি এক আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি হিসেবে মূল্যায়িত হয় এবং স্থানীয় জনগণের মধ্যে এর প্রশংসা প্রশস্তি পায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।