বরিশাল জায়ান্টসের শিরোপা জয় কালিয়াকৈরে টি-টোয়েন্টি ফাইনালে

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন
বরিশাল জায়ান্টসের শিরোপা জয় কালিয়াকৈরে টি-টোয়েন্টি ফাইনালে

গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টসের মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়। ৪৩ রানের ব্যবধানে শিরোপা জিতেছে বরিশাল জায়ান্টস। 


ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে আবরণ জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে তারা একটি বড় স্কোর দাঁড় করায়। জবাবে বালিয়া ভাইকিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান করতে সক্ষম হয়, তবে তা শিরোপা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 


টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল উপস্থিত ছিলেন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান উদ্দিন এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 


এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলার গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা। তারা এই ইভেন্টটির সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত পরিসরে এটি আয়োজন করার আশা ব্যক্ত করেন। 


ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বরিশাল জায়ান্টস এবং রানার্সআপ বালিয়া ভাইকিংস দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা তাদের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন। তাদের খেলাধুলার প্রতি উৎসাহ ও ধারাবাহিকতা ফুটে ওঠে এই বিজয়ে।


পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানান, আগামী বছর এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তাদের আশা, ভবিষ্যতে আরও বেশি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটি আরও সাফল্যমন্ডিত হবে। 


এই টুর্নামেন্টটির মাধ্যমে স্থানীয় ক্রিকেটাররা তাদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলতে উদ্বুদ্ধ হয়েছে। অনেক ক্রীড়াপ্রেমী আশা করছেন, এই ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও নতুন নতুন প্রতিভা উদ্ভাবন করবে। 


এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়া সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপুর্ণ এবং এই টুর্নামেন্টের সাফল্য ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।