দেবীদ্বারে গণঅভ্যুত্থানে সশস্ত্র হামলায় জড়িত আ’লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
দেবীদ্বারে গণঅভ্যুত্থানে সশস্ত্র হামলায় জড়িত আ’লীগ নেতা গ্রেফতার

গত বছর জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় কুমিল্লার দেবীদ্বারে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত জীবন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তাকে আদালতে হাজির করে কোর্ট হাজতে পাঠানো হয়।


এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম ও শুভ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহাবাদ এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


গ্রেফতার হওয়া জীবন মিয়া (৪৫) ফতেহাবাদ গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র এবং তিনি দেবীদ্বার পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।


গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সদস্যরা দেবীদ্বার সদর এলাকায় হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। কলেজ রোড কালাচান মার্কেটের সামনে ১৯ বছর বয়সী আবু বকরকে কিরিচ ও পাইপ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।


ওই ঘটনায় আবু বকরের বাবা আবুল খায়ের বাদী হয়ে ১১ আগস্ট দেবীদ্বার থানায় ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। জীবন মিয়া ছিলেন সেই মামলার অন্যতম আসামি।


দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, "আমরা গণআন্দোলন চলাকালীন হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করেছি। তদন্ত শেষে যারা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছি। জীবন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।"


তিনি আরও জানান, "ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।"