সরাইল উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ১৫ মার্চ ৯টি ইউনিয়নের শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৮,৬৩০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ১১ মার্চ মঙ্গলবার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরাইল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। সভায় জানানো হয়, সরাইল উপজেলায় ২১৬টি কেন্দ্রের মাধ্যমে ৪৮,৬৩০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, আরএমও ডা. মো. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী মোহাম্মদ দুলাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলী, সবাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিমা উদ্দিন, সুক পরিচালক মো. মমিন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার এসএম ফরিদ, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. ইফরান খান, আলিফ নাহিদ, আলামিন, রিয়াদুল ইসলাম প্রমুখ।
এদিকে, একই সময়ে সরাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভাটি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।