হিলিতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১২ই অক্টোবর ২০২২ ০২:১৪ অপরাহ্ন
হিলিতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার মেহনতী মানুষ এক হও দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।


বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে হিলি বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল জাতীয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


হাকিমপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশীদ হারুন।এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ দলীয় নেতাকর্মীরা।