অক্টোবর থেকেই যেসব ফোনে চলবেনা হোয়াটসঅ্যাপ! জানুন মডেল নাম্বার

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৯ অপরাহ্ন
অক্টোবর থেকেই যেসব ফোনে চলবেনা হোয়াটসঅ্যাপ! জানুন মডেল নাম্বার

ব্যবহারকারীদের জন্য প্রায়ই আপডেট নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। যুক্ত করা হয় নতুন অনেক ফিচার। সম্প্রতি চ্যানেল চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার নতুন এক তথ্য জানাল এই অ্যাপ। তবে তাতে অনেক ব্যবহারকারীকে মোবাইল পাল্টাতে হতে পারে। অক্টোবর মাস থেকে বেশ কিছু মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। এসব ফোনে মেসেজিং, ছবি-ভিডিও আদান-প্রদান করতে সমস্যায় পড়তে পারেন আপনি।


২৪ অক্টোবর থেকে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার পুরনো ভার্সনগুলোতে আর সেই নিরাপত্তা বা নতুন ফিচার্সের সুবিধা পাওয়া যাবে না। কারণ এই অপারেটিং সিস্টেম যে সমস্ত ফোনে চলে সেখানে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করছে মেটা। তাই বেশ কিছু ফোনের তালিকা করেছে মেটা।


ফোনের তালিকায় রয়েছে, স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেলের ফোন রয়েছে। মডেলগুলো হলো স্যামসাং গ্যালাক্সি নোট ২, স্যামসাং গ্যালাক্সি এস ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, স্যামসাং গ্যালাক্সি এস, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, এলজি অপটিমাস ২ এক্স, এলজি অপটিমাস জি প্রো, সনি এক্সপেরিয়া জেড, সনি এক্সপেরিয়া এস ২, সনি এরিকসন এক্সপেরিয়া আর্ক৩, এইচটিসি ওয়ান, এইচটিসি সেনসেশন, এইচটিসি ডিজায়ার এইচডি, নেক্সাস ৭, মটোরোলা জুম, মটোরোলা ড্রয়েড রাজর, আসুস ইইই প্যাড ট্রান্সফরমার ও আসুস আইকনিয়া ট্যাব এ ৫০০৩।