গোমূত্র ও গোবরের হাত ধরে ভারতের আর্থিক উন্নতি সম্ভব, এমনই দাবি করে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিক ভাবে প্রয়োগের।
শনিবার ইন্ডিয়ান ভেটেরিনারি এসোসিয়েশন আয়োজিত নারী পশুচিকিৎসকদের সম্মেলন, 'শক্তি ২০২১'-এ মুখ্যমন্ত্রী এই বক্তব্য দেন।তিনি আরও বলেন, ভারত সরকার গরুর জন্য অভয়ারণ্য এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি করেছে, কিন্তু সমাজের মানুষের অংশগ্রহণ ব্যতীত তা থেকে কেউ লাভবান হবে না।
গবাদি পশু এবং তার উপকারিতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গরুদের রক্ষণাবেক্ষণের জন্য বহু গোয়াল ঘর তৈরি হয়েছে। কিন্তু এই গবাদি পশুর থেকে উপকারিতা পেতে হলে সমাজের প্রত্যেককেই অংশ নিতে হবে। সার্বিক উন্নতি এককভাবে কখনোই সম্ভব নয়।মুখ্যমন্ত্রী বলেন, আমরা যদি গরুকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক তথা দেশের সার্বিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই, তাহলে তা আসতে পারে গোবর এবং গোমূত্রের হাত ধরেই। বর্তমানে জ্বালানির জন্য কাঠের ব্যবহার কমাতে গোকাষ্ঠই বেশি ব্যবহৃত হচ্ছে।
অর্থাত্ শিবরাজ সিং চৌহানের দাবি, দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য গবাদি পশুর থেকে প্রাপ্ত গোমূত্র কিংবা গোবরকে সঠিকভাবে কাজে লাগানোর প্রয়োজন।তাই এই প্রকল্পে বিশেষজ্ঞদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের উচিত কীভাবে গরু পালন করলে এটি কৃষক ও পশুমালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠবে, তা নিয়ে ফলাফলভিত্তিক কাজে নিজেদের যুক্ত করা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।