আইএসআইকে যে সতর্কবার্তা দিলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৯শে অক্টোবর ২০২২ ১২:৪৪ অপরাহ্ন
আইএসআইকে যে সতর্কবার্তা দিলেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন দেশটির গোয়েন্দাপ্রধান  লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, দেশের ক্ষতি চান না বলেই অনেক কিছু জেনেও তিনি চুপ হয়ে আছেন।


শুক্রবার (২৮ অক্টোবর) লাহোরের লিবার্ট চকে লংমার্চ শুরুর সময় দেওয়া ভাষণে ইমরান খান এমন কথা বলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জানান, রাজনৈতিক কিংবাদ ব্যক্তিগত স্বার্থে তার এই লংমার্চ না বরং প্রকৃত স্বাধীনতার জন্যই তিনি এই আন্দোলন করছেন।


ইমরান খান বলেন, আমি চাই না ওয়াশিংটন অথবা লন্ডনে বসে সব সিদ্ধান্ত নেওয়া হোক। আমার লক্ষ্য হলো জাতিকে স্বাধীন করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলা।  


পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধানের বক্তব্য প্রত্যাখান করে ইমরান বলেন, মনোযোগ দিয়ে শুনুন। আমি আমার দেশের জন্য চুপ আছি। আমি চাই না দেশের ক্ষতি হোক।  


এদিকে শুক্রবার থেকে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  


রাজনীতির মাঠে দুই দশকের দীর্ঘ সংগ্রামের পর ২০১৮ সালের নির্বাচনে জয় পান ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিরোধ ও অর্থনৈতিক অব্যস্থাপনার কারণে তাকে চলতি বছর ক্ষমতাচ্যুত হতে হয়।  


ক্ষমতা হারিয়েও পাকিস্তানে এখনো বেশ জনপ্রিয় ইমরান খান। সর্বশেষ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটার।  


সূত্র: পিটিআই