পাকিস্তানের ১ কাপ চায়ের দাম ভারতের একটি যুদ্ধ বিমান!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২রা মার্চ ২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
 পাকিস্তানের ১ কাপ চায়ের দাম ভারতের একটি যুদ্ধ বিমান!

অভিনন্দন বর্তমান নামে ভারতীয় বিমান বাহিনীর এক উইং কমান্ডারকে আটক করে সাড়া ফেলে দিয়েছিল পাকিস্তান। এরপর সেই বিমান সেনাকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে দেশটি। এর মাঝে আরেকটি খবর ছড়িয়ে পড়ে। সেটা হলো- ওই ভারতীয় বিমান সেনাকে পাকিস্তানে যে চা খাওয়ানো হয়েছিল, তার দাম হিসাবে মিগ-২১ নেওয়া হয়েছে। এমনই একটি ক্যাশ মেমো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্যাশ মেমোটি পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের। যেখানে আইটেমের ঘরে লেখা হয়েছে ‘চা’। আর প্রাইজের ঘরে লেখা হয়েছে ‘মিগ-২১’। ক্যাশ মেমোটি ‘পাকিস্তান ডিফেন্স’ নামে একটি ওয়েব সাইটে আপলোড করা হয়। এই ওয়েব সাইটটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করে।

এক কাপ চায়ের দাম একটি যুদ্ধবিমান 

এছাড়া পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল এআরওয়াইয়ের খবরেও এটি প্রকাশ করা হয়েছে। তবে এই ক্যাশ মেমোর সত্যতা নিয়ে দেশটির সেনাবাহিনী থেকে নিশ্চিত হওয়া না গেলেও তা আলোচনার নতুন খোরাক জুগিয়েছে। যে বিমানটি ভূপাতিত করার দাবি করে পাকিস্তান সেটা হচ্ছে মিগ-২১। রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানকে এখন সেকেলে হিসাবে দেখা হয়। অপরদিকে এই বিমান থেকে আরো উন্নত যুদ্ধবিমান এফ-১৬ রয়েছে পাকিস্তানের কাছে। যেটি যুক্তরাষ্ট্রের তৈরি। উল্লেখ্য, কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থার মধ্যে ২৬ ফেব্রুয়ারি সকালে আকাশে লড়াই করে ভারতের দুটি বিমান গুলি ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এর একটি পড়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে, অন্যটি পড়ে ভারতীয় অংশে। যে বিমানটি পাকিস্তানের সীমানার মধ্যে ভূপাতিত হয় সেটির পাইলট ছিলেন উইং কমান্ডার অভিনন্দন। বিমান ভূপাতিত হওয়ার পর অভিনন্দন প্যারাসুট নিয়ে নিচে নেমে আসেন। এসময় তাকে আটক করে স্থানীয় তরুণরা। পরে পাকিস্তানের সেনাবাহিনী সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব