অস্ট্রেলিয়ায় গাঁজা বৈধ হলো, ঘরে লাগানো যাবে গাছ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০১৯ ১১:০৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় গাঁজা বৈধ হলো, ঘরে লাগানো যাবে গাছ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ব্যক্তি পর্যায়ে গাঁজা সেবনকে বৈধ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট পরিমাণে গাঁজা সেবনের বৈধতা দিয়ে একটি বিল পাস করেছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)।

বিবিসি জানায়, বুধবার ক্যানবেরার আইনপ্রণেতারা একটি যুগান্তকারী আইন পাস করে। যাতে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ গ্রাম পর্যন্ত গাঁজা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরের মধ্যে অন্তত চারটি গাঁজার গাছ লাগানো যাবে।

এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়া জুড়ে ব্যক্তিপর্যায়ে গাঁজা সেবন নিষিদ্ধ ছিল। তবে ২০১৬ সালে শুধু চিকিৎসার জন্য গাঁজার বৈধতা দেওয়া হয়েছিল।তবে ফেডারেল সরকার আপত্তি জানালে এসিটির পাস করা এই বিলটি উলটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কানাডা, স্পেন, উরুগুয়ে এবং ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে গাঁজাকে বৈধতা দেওয়া হয়।