করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১লা মার্চ ২০২০ ১০:০৮ পূর্বাহ্ন
করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি।শনিবার (২৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের কিং কাউন্টিতে বসবাসকারী এই ব্যক্তির করোনাভাইরাসে মৃত্যু হয়  বলে  নিশ্চিত করেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জেমি নিকসন। এ বিষয়ে ওয়াশিংটনের গভর্নর জে ইনসিলির বলেন, আমাদের রাজ্যের খুব দুঃখের দিন আজ। আমরা জানতে পেরেছি কভিড -১৯ এ আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ, ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ইমারজেন্সি ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হেলথ পার্টনারদের সাথে অংশীদার হয়ে আমরা কাজ করছি। আর একজনের যেন মৃত্যু না হয় এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সিএনএন।চীন বাদে বিশ্বের ৫১টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৫০ জন। যার মধ্যে ৭৮ হাজার ৯৬১ জন চীনের। এছাড়া ভাইরাসটি দ্বারা বিশ্বব্যাপী মারা গেছে দুই হাজার ৭৯১ জন।