মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। দেশটির এবারের নির্বাচনে করোনাভাইরাস ইস্যু বড় হয়ে উঠেছে। নির্বাচনের মুখে দেশটিতে আবারো করোনার প্রকোপ বেড়েছে। গত একদিনে দেশটিতে হাজারের বেশি মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে যুক্তরাষ্ট্রের করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭২ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৩৯ জনের।
করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বের সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৩৮ হাজার ৩০ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩২ হাজার ৮৪ জনের। সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ২৬৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৭১ হাজার ২৮৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ২৪ লাখের বেশি মানুষ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।