কোনভাবেই বন্ধ হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হয়রানি।দিনের পর দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রকট আকার ধারণ করেছে।
প্রবাসীরা বলছেন, অব্যবস্থাপনার কারণেই ঘটছে এমনটা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের কঠোর নির্দেশনা দেয়া থাকলেও কাজ হচ্ছে না কিছুতেই।
প্রবাস থেকে প্রিয়জন ফিরছেন, শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের পাশে তাই অপেক্ষা স্বজনদের। তবে বিমান সময় মতো অবতরণ করলেও, নানা জটিলতায় কারণে বের হতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রেমিটেন্স যোদ্ধারা।
প্রবাসীদের ভাষ্যমতে, অবহেলা আর অব্যবস্থাপনার কারণে দিনের পর দিন বাড়ছে এমন ভোগান্তি। তারা বলেন, বিশ্বের কোন বিমানবন্দরেই এতো লেট হয় না আমাদেরকে নিজ দেশের বিমানবন্দরে যতটা দেরি আর হয়রানির শিকার হতে হয়। আমরা চাই যাতে করে খুব দ্রুত এই সমস্যাটা ঠিক হয়ে যায়। কেউ একজন বাইরের কোন দেশ থেকে এলে তার সাথে যা তা ব্যবহার করা হয় এমনকি গায়ে হাত তোলাও হয়। সব জায়গায়ই আমাদের হয়রানির শিকার হতে হয়।
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সরকার ও মাঠ পর্যায় প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি তাদের। প্রবাসীরা বলেন, সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে করে আমাদের এসব সমস্যা দ্রুত সমাধান করা হয়। আর আমাদের লাগেজগুলা যাতে কোন ধরনের সমস্যা ছাড়াই দ্রুত দেয়া হয়।
প্রবাসীদের শঙ্কা, বিশৃঙ্খলা আর হয়রানি বন্ধ না হলে, তা আরো প্রকট হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।