প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে কোনো রিট আমলে নেওয়া হবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতে মন্তব্য করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
এদিন মো. জুলিয়াস সিজার তালুকদার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নতুন রিট আবেদন করেন। তবে হাইকোর্ট বেঞ্চ সেই রিট শুনতে অনীহা প্রকাশ করে।
বিচারপতিরা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে সিদ্ধান্ত দিয়েছে। সুতরাং একই বিষয়ে আবার হাইকোর্টে শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।
তাদের মন্তব্য অনুযায়ী, ডাকসু নির্বাচনকে ঘিরে আদালতের অবস্থান স্পষ্ট এবং এ নিয়ে আর কোনো রিট আদালতে গৃহীত হবে না। ফলে চলমান বিতর্কিত প্রার্থিতা বা ব্যালট সংক্রান্ত দাবি আদালতে উত্থাপনের পথও বন্ধ হয়ে গেল।
আইনজীবীরা জানান, এ ধরনের সিদ্ধান্তের ফলে ডাকসু নির্বাচন সংক্রান্ত সব আইনি জটিলতার চূড়ান্ত নিষ্পত্তি কার্যত আপিল বিভাগেই থেকে গেল।
প্রার্থিতা বাতিল বা ব্যালট পুনর্বিন্যাস নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের আইনি লড়াই এখানেই থেমে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিচার বিভাগের এই অবস্থানকে অনেকেই ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বড় বার্তা হিসেবে দেখছেন।
এদিকে ডাকসু নির্বাচনের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠলেও হাইকোর্টের এই মন্তব্যের মাধ্যমে ভবিষ্যতে নতুন করে রিট আবেদন করার সুযোগ কার্যত শেষ হয়ে গেল।