প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় সিআইডি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে। মিঠু গেন্ডারিয়ার নারিন্দা রোডের মৃত আব্দুল মোতালেব সর্দারের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৩নং ওয়ার্ড সূত্রাপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (১ আগস্ট) নারিন্দা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মিঠুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাকে রিমান্ডের জন্য আদালতে উপস্থাপন করা হবে।
গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ মোড় সংলগ্ন পাতলা খান লেনে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী নাদিমুল হক এলেম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় মামলা নং-০৩, তারিখ ২৪/০৮/২০২৪, ধারা ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোডে রুজু করেন। মামলার তদন্ত বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।
গ্রেপ্তারকৃত মিঠুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হওয়ায় মামলার তদন্ত আরও ত্বরান্বিত হবে। আদালতের মাধ্যমে রিমান্ডের প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে সংযুক্ত সকল তথ্য ও প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। আসামিদের দায়বদ্ধতা নির্ধারণে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ঘটনায় নিহত নাদিমুল হক এলেমের পরিবার ও আন্দোলনকারীরা দ্রুত ন্যায়বিচার প্রার্থনা করেছেন। মামলার সুষ্ঠু এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত অব্যাহত রাখছে।
গ্রেপ্তারের ফলে মামলার গুরুত্বপূর্ণ মোড় এসেছে। আদালত ও তদন্তকারী সংস্থার কার্যক্রমের প্রতি জনগণের নজর রয়েছে। আশা করা হচ্ছে, আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।